রবিবার, 22 মার্চ 2015 03:27

ন্যায় বিচারের কাঠগড়া নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                বিচার চাবে? কার কাছে?
চোর-বিচারক মাসতুতো ভাই
শেষে দুইয়ে মিলে তোকেই বাঁধবে
হসকা আইনের মারপ্যাঁচে।

উকিল ধরবি? হাঁসিই পাচ্ছে!
নিজের দুঃখ বলবি গিয়ে
ঘর সতীনের মা’র কাছে?

পুলিশ রিপোর্ট? ন্যায্যভাবে করবে পেশ?
সেই পুলিশের কোন বা দেশ?
যদিও ওরা দেশের পোশাক পড়ে গায়
জনগণের পয়সা থেকেই বেতন পায়।
তবুও বাড়তি ঘি আর উপরি আয়
পিছন পথে চোর ডাকাতেই যোগান দেয়।

আমার কথায় ভাবছ হায়?
কোথায় গেলে বিচার পাবে? এই জুলুমের শেষ কোথায়?
একটুখানি ধৈর্য ধর! বিধাতার মার কঠিন বড়!
কালের চাকা ঘুরিয়ে দিয়েই ওদের আনবে কাঠগড়ায়।            
            
966 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 06 সেপ্টেম্বর 2020 14:10
শেয়ার করুন
মুজিবুর রহমান মুনীর

নিজের কাছে নিজেরে অচেনা যে।

2 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.