সোমবার, 02 নভেম্বর 2020 05:42

তাপ

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                তাপ

মায়ার তাপে জন্ম আমার
    বিধির তাপে কায়া,
বায়ুর তাপে জ্ঞান গরিমা
    মাটির বুকে ছায়া।

দুঃখের তাপে জীবন খাঁটি
    সুখের তাপে চলা,
অর্থের তাপে স্বজন ভুলে
    স্বার্থের কথা বলা।

হিংসার তাপে হৃদয় পাথর
    ঘৃণার তাপে মরা,
বৈশ্বিক তাপে নাই বসন্ত
    ফুলের বাগান ঝরা।

দৃষ্টির তাপে সৃষ্টির আকাল
    বিষের তাপে সবুজ,
চাওয়ার তাপে পাওয়া নাশে
    ব্যাকুল নেশায় অবুঝ।

নীতির তাপে গীতির কষ্ট
    সমাজ তাপে মানুষ,
বাহুর তাপে আয়ুব বিপদ
    উড়ায় মরণ ফানুস।

নারীর তাপে বাড়ি বিকল
    পুরুষ তাপে জমি,
নেতার তাপে আইন বিফল
    পাগলী করে বমি।

দিনের তাপে রাত ছোট হয়
    প্রেমের তাপে গরল,
ইমানি তাপে পাপ শেষ হয়
    পথিক বানায় সরল।

সকল তাপের হোক অবসান
    বিদ্বান বিবেক জলে,
মাটির মানুষ ধর্মের সাধক
    মানবতার তলে।।            
            
514 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 02 নভেম্বর 2020 10:32
শেয়ার করুন
শিবলু আলম

শিবলু আলম বগুড়া জেলার গাবতলী উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামে ১৯ নভেম্বর ১৯৮৮ সালে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা-আঃ রহমান দুলু, মাতা-সাজেদা বেগম। পেশায় তিনি একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি কবিতা,ছড়া, প্রবন্ধ, গান ও উপন্যাস লেখালেখি করে থাকেন। তিনি বীর মুক্তিযোদ্ধা রশিদ ফকির একাডেমি, মাওনা চৌরাস্তা ,শ্রীপুর, গাজীপুরে শিক্ষকতা পেশায় যুক্ত আছেন। তাঁর শিক্ষাগত যোগ্যতাঃ বি. এস. সি. (অনার্স). এম. এস. সি। তিনি বিবাহিত, শারীরিক অবস্থা শারীরিক প্রতিবন্ধী (বাম পায়ে সমস্যা), ধর্মঃ ইসলাম। প্রকাশিত যৌথকাব্যগ্রন্থ ১৭ টি। উল্লেখযোগ্য গ্রন্থ, কবি ও কবিতার বনে, কলম সৈনিক, কবিতার অন্তর্বয়ন, একুশে বর্ণমালা। অর্জনঃ দেশের বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে ৫০টির অধিক সাহিত্য পদক।

2 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.