বুধবার, 28 ডিসেম্বর 2016 16:01

অগ্নিউপন্যাস

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                #অগ্নিউপন্যাস
 -Moni Jewel(মণি জুয়েল)
তোমাদের কথা লেখা আমার কাছে বিলাসিতা মনেহয়
লিখে কি হবে?
কিছুই হবে না তা একদমই নয় 
হবে, আমার বই ছেপে যাবে, মঞ্চ সাজবে 
কখনও সখনও টিভিতে বলতে শুনবে আমার মুখে-
তোমাদের কথা ।

ব্যস ওইটুকুই।

তারপর তুমি বিদেশ যাবে, তোমার ছেলে মাফিয়া দলে
ভেবেছো স্কুল যাবে? 
মোটেও না, গেলেও শিখবে না
জানো, শিক্ষাও তো এখন  সওদার মাল!?
কত কত প্রতিষ্ঠান, ওই ডন বসকে পড়াতে পারবে? 
হুঁ.. তোমাদের সাধ্যি! 

ব্যস ওইটুকুই

তারপর অসুখসঙ্গী তুমি ফিরলে! আজভোট দিতে হবে
কয়েক বোতল মদ্
তোমার বউয়ের শাড়ি, ছেলেরা? 
ওরা তো এখন জনহিতৈষী বাবুর বডিগার্ড!
অতঃপর আসীন ওরা।তোমার বউয়ের কাপড় ছিঁড়ে!
এই তোমাদের কথা...

ব্যস এইটুকুই

যে টুকুর আর শেষ নেই, সমাপ্তিহীন এক অগ্নিউপন্যাস ।।
        ।। 28.12.16/01:30দুপুর/ধুলিয়ান ।।            
            
607 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.