সোমবার, 22 আগষ্ট 2016 20:16

কথা তোমার আমার

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                তুমি রূপসী(তুমি)মনমোহিনী,  তুমি রূপালী ওই চাঁদনী 
ওই সাহারার তুমি গাভীগোবী
কাহিনীর ভেনাস ও কামদেবী
নেশার নিশা, -উষসী ঊষা, তুমি সজনী
তুমি রূপসী মনমোহিনী, তুমি রূপসী ওই চাঁদনী। 

-তুমি যে ওই পাগল, পাগলকবি
-সুহানী লাগে নারী  কুমারী  সবই
-পাগল কোরো না তুমি,পাগল যোগীনি ।

তুমি রূপসী ওই চাঁদনী, তুমি রূপসী মনমোহিনী ।

-কি এমন তুমি বলো আমায় পেলে (গো) শুনি?

তোমাতেই শেষ তোমাতে শুরু জীবন জওয়ানি
তোমার নজর ওই নীলসাগর মনেহয়
তোমার সোনালীচুলে আমি ভেসে যাই
নেশায় নেশায় ফুরায় দিন রজনী। 
তুমি রূপসী(তুমি)মনমোহিনী, তুমি রূপসী ওই চাঁদনি। 

এ মন হারায় ও চলনে,  এসো এসো এ জীবনে ।

-প্রেমের কি এ নজর তোমার? 
-নয় তো ছলনা প্রেম কামনার! 
-সহজ নয় তা জানি প্রেম, জীবন, জওয়ানি। 

তুমি রূপসী(তুমি)মনমোহিনী, তুমি রূপালী ওই চাঁদনী।। 
                               - মণি জুয়েল            
            
660 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মণি জুয়েল

মণি জুয়েল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নিকটস্থ বাবুপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মপ্রহন করেন | তিনি একজন ভারতীয় বাঙালী। ২০০৪ সালে সাহেব নগর হাইস্কুল (এইচ. এস) থেকে মাধ্যমিক এবং ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। মালদা জেলায় অবস্থিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনো শেষ করেছেন ২০১১ সালে |ছাত্র অবস্থা থেকেই  শিক্ষা প্রসার, এবং বিভিন্ন সামাজিক উন্নয়ণ প্রকল্পে অংশগ্রহণ করে আসছেন ...এই সামাজিক আন্দোলনের পথ ধরেই তিনি সমাজ বিকাশ কল্পে কলম ধরে বর্তমানে সমাজ সচেতনামূলক লেখালেখি করে থাকেন। এবার বাংলাদেশের বই মেলায় তার লেখা সামজিক মূল্যবোধক কবিতা "কবিদের নীল পদ্মে" ছাপা হয়েছে।সাথে সাথে অনান্য আরো লেখা 'একমুঠো আলো' কাব্যগ্রন্থ এবং অন্বেষা নামক ম্যাগাজিনে এই কবির কবিতা প্রকাশিত হয়েছে |

1 মন্তব্য

  • মন্তব্যের লিঙ্ক Unrella সোমবার, 30 অক্টোবর 2023 19:29 লিখেছেন Unrella

    Metabolic alkalosis in patients affected by COPD may diminish the activity of the central nervous respiratory command center and cardiac output 19, 20 levitra dosage 40 mg

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.