এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 05 মার্চ 2023 08:42

ছোট্ট বোন

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                গান
ছোট বোন

রাস্তা দিয়ে যাচ্ছিলাম আনমনে একা
হঠাৎ করে একটা মেয়ের সাথে হল দেখা
সে কান্না করতে করতে এসে আমার কাছে কয়
এই পৃথিবীতে তার মা-বাবা কেউ নাই
দুই দিন দুই বেলা কিছু খাই নাই
আমার পেটে খুব ক্ষুধা কিছু টাকা দিবেন ভাই

আমার সাথে তুমি চলো তোমার কোন চিন্তা নাই
নিয়ে গেলাম রেস্টুরেন্টে তোমার যা ইচ্ছে খাও
তার চোখটা করছে ছল ছল আমার দিকে চেয়ে
ফোন দিয়ে বললাম মাকে আসছে তোমার মেয়ে
মেয়েটি কে বললাম আমার মা ছাড়া কেউ নাই
চলো দুই ভাই বোন মিলে বাসায় ফিরে যাই।

রাস্তার ছোট মেয়ে আমার বোন কি হবে?
রাস্তার ছোট মেয়ে আমার বোন কি হবে?

তাকে নিয়ে গেলাম বাড়ি নতুন জামা কাপড় কিনে
আজ মনে খুব তৃপ্তির নতুন বোনকে পেয়ে
দরজায় দাড়িয়ে মা ছিল অপেক্ষায়
আমাদের যাওয়া দেখে বোনটিকে বুকে জড়ায়
মা কান্না করতে করতে বললো তুমি আমার মেয়ে হবে
মেয়েটা মুখ নাড়িয়ে মাকে জড়িয়ে মা বলে ডাকে
পেয়ে গেলাম ছোট্ট বোন আর কোন চিন্তা নাই
আর সেও পেল একটা পরিবার বড় একটি ভাই।

তার কিছু দিন লাগলো সব মানিয়ে নিতে
বাসায় গেলে মায়ের মত আমায় আদর যত্নে
এই শুরু হয় খুনসুটি একটু পরেই শেষ
ছোট বোনটিকে পেয়ে খুব সুখে আছি বেশ
আমার কোন বোন ছিল না আজ পেয়েছি
ছোটবেলায় আমিও বাবাকে হারিয়েছি
পাইনি বনের আদর বুঝি নাই বোন মানে কি 
আজ বোন আমার কলিজা হাত দিলে হবি ফিনিশ।            
            
216 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ ইনামুল হক ইমন

লেখক পরিচিতিঃ মোঃ ইনামুল হক ইমন জন্ম ২০০২ খ্রিস্টাব্দে পাবনা জেলার চাটমোহর থানার অন্তর্গত অমৃতকুন্ডা গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ খয়বর হোসেনের চতুর্থ সন্তানের মধ্যে তৃতীয় নম্বর সন্তান। মাতার নাম মোছাঃ শাহানাজ খাতুন। শৈশব থেকেই তিনি বাংলা সাহিত্যের প্রতি আত্ম মনোনিবেশ থাকতেন, বিভিন্ন পত্র পত্রিকায় তার লেখা কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়াও সে ছড়া,গল্প, কবিতা, উপন্যাস ও গান লিখেন। তার লেখায় প্রীতি ও শান্তির ছোয়া রয়েছে, সে সবাইকে মুগ্ধ করেছেন তার নান্দনিক লেখার মাধ্যমে। এছাড়াও অনলাইনে প্রকাশিত লেখা গুলো ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে ও পরিচিত লাভ করেছে। আমরা তার সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

মোঃ ইনামুল হক ইমন এর সর্বশেষ লেখা