এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 14 ফেব্রুয়ারী 2015 16:25

তোমাকে আজও খুঁজি

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                তোমাকে আজও খুজি
আমার অস্তিত্বে অনুভুতির শিরায় শিরায়
বিশ্ব বরেণ্য ইতিহাস ভুমিকায়
উল্টা পাল্টা করে
সকল আবেগ কোথায় আছ?
কেমন আছ?
কত সুখে?

বিশ্ব দেখা দুটি চোখে
তোমাকে খুজি আপন এ্যালবামে।
তোমাকে আজও খুজি
অলিতে- গলিতে মানুষের ভীড়ে,
জীবন সন্ধানী আলোক পথে শিশিরের বেদনায়,
জোসনার কলন্কে সাহারার দুর্গম পথে,
বিধস্ত কুরুক্ষেত্রে আর
স্বপ্নের কন্যাকুমারিকায়
হৃদয়ের ভোল্টেজ শতগুণ বাড়িয়ে
তোমাকে খুজি আপন খেলায়।

তোমাকে খুজে খুজে
যখন ক্লান্তির ঘুম আসে নেত্রে
অসার দেহটা এলিয়ে দেয়
নিষ্পাপ মৃত্তিকার উপরে
তখন আপন ভুমিকায় মনে পড়ে সূর্য অতীত,
সরস খুনসুটির দিনলিপি তখন
অনুভুতির নালী দিয়ে প্রবাহিত হয় দুঃখের প্লাবন
মনে হয় বিশ্ব চেনা আপন মানুষের
খেলায় আমার সকল নাটকের যবনিকাপাত।

তবুও তোমাকে খুজে চলি মৃত্তিকার উর্বর স্তরে,
ফসলের মাঠে ফুলের সৌরভে,
স্বপ্নের করিডোরে আজীবন লেখা কবিতার মাঝে।
তোমাকে খুজে চলি তন্ন তন্ন করে
এ বিশ্ব সংসার ময় একটা নতুন অধ্যায় ভুমিকায়।
1797 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 14 ফেব্রুয়ারী 2015 17:39
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

9 মন্তব্য