এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 18 এপ্রিল 2015 07:54

আমি স্বপ্ন পথিক নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(6 টি ভোট)
                আমি স্বপ্ন পথিক
স্বপ্নের টানে ছুটছি।
ধুঁকে ধুঁকে মরা স্বপ্ন ধরেছি 
আঁকড়ে
নিজেকে নিচ্ছি প্রতিনিয়ত শুধরে।
মরুর বালির নিচেও খুঁজেছি জল,
বুঝতে পারিনি ছলনাময়ীর "ছল"।
সব বাধা ছেড়ে
যতোবর চেয়েছি ওঠতে,
হুমড়ি খেয়ে পড়েছি আরো নিচে,
শত ব্যথার হুঙ্কার শুনে আবার
পিছুটান আমায় টেনেছে আরো পিছে।
হাজার কথার ব্যঞ্জনে খুঁজি
শব্দের ব্যকুলতা,
হয়তো কারো নীরব কান্না
মিছেই "বাহুলতা"!
তবু যেন নিয়তি নিয়েছি মেনে
স্বপ্ন পথিকের স্বপ্ন 
যায়নি থেমে।
হাঁটছি,হাসছি, কাঁদছি যাচ্ছি চলে
চোখে হাজার স্বপ্ন কথা বলে।
স্বপ্ন পথিক হাঁটবো আরো দূর
প্রতি বীণায় বাঁজছে এই সুর।            
            
3108 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 18 এপ্রিল 2015 20:46
শেয়ার করুন
এম. আর. মঞ্জুরুল হক

এম. আর. মঞ্জুরুল হক এর সর্বশেষ লেখা

12 মন্তব্য