এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 18 এপ্রিল 2015 07:20

বিবাগী জীবন

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                তুমি জানো না বন্ধু জানো না 
মোর বক্ষ মাঝে কি যে জ্বালা
কি যে কষ্ট লয়ে বেচে আছি 
নষ্ট জীবন লইয়া।
যদি জানতে বন্ধু চকিতে থামতে
কাঁদিয়া বলতে ওগো বিরহিণী 
কার ছল যাতনায় করেছো ক্ষয়
নিজেরে সোনা তনু খানি?
যার লাগি তোমার বিবাগী জীবন
তার লাগি কেন আজও হও বনমালী
যদি সে বুঝতো তোমার যাতনা সম
শুধাবার তরে নিজেরে সমর্পনে
লুটায়ে ধুলায় কাঁদতো অঝোরে
খুঁজিতো তোমার চরণ পাগলিনী বেশে।

তুমি জানো না বন্ধু জানো না 
মম ছাতি মাঝে এখনও
কার বাঁশী বাঁজে দিবানিশি
কার বিহনে চিতার আগুন
জ্বলে উঠে  ধাউ ধাউ করে
কারবা লাগি চাতক হয়ে 
ঘুরে ফিরি গিরি, নদী, মরুভুমি
কারবা প্রেমের তৃষ্ণা লয়ে
শ্রাবণের লাগি কাঁদি অহর্নিশ।
যদি সে হেরিতো বাতিক আমারি
আসতো ফিরে গ্রহ নক্ষত্র ছাড়ি
কোলেতে লয়ে মোরে সোহাগে ভুলায়ে
রাখতো চির জনমের তরে করে বন্ধি।

তুমি জানো না বন্ধু জানো না 
তার লাগি এখনও দক্ষিণা দুয়ারে বসি  
আকাশের তারার পানে চেয়ে দিন গুনি।
এখনও শিউলি কুড়ায়ে গাথি মালা রাখি যতন করে 
যদি সে আসে আবার ফিরে এ ভাংগা ঘরে
পরায়ে মালা নাচিবো আনন্দে চকিতে চকিতে।
সন্ধ্যার প্রদ্বীপে দেখবো তার চাঁদ মুখ খানি 
কতটা মলিন হয়ে গেছে আমা লাগি কাঁদি।
বাসনা তেলের মাখনা দিয়া বাধবো বেণী যতন করে  
পড়ায়ে চেলি জড়ায়ে রাখবো
আদরে সোহাগে বাহু ডোরে বাঁধবো
আর না যেনো পালাতে পারে এ জন্মের তরে।

তুমি জানো না বন্ধু জানো না 
নারী অবলা নারী অসহায় চিরকাল
সইতে পারে না যাতনা কোন কাল
ভালবাসি একবার বললে দিতে পারে জান
কালের খেলায় সে সব কথাগুলো আজ হয়ে গেছে ম্লান।
এখন তারা সবলা স্বার্থের গন্ধে মাতোয়ারা
একটু লাভের জন্য প্রেমও মন্দির 
ভাঙ্গতে করেনা হেলা।
আজ আমারে দিয়ে বিভাগী জীবন
যে গড়লো সুখের ভুবন
কোন অভিযোগ নেই তার প্রতি।
তারে ভালবাসি বাসবোভাল চিরকাল
আমার এ বুকে যতই আঘাত হানুক চিরকাল।i            
            
1074 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 18 মে 2015 17:48
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

6 মন্তব্য