এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 10 এপ্রিল 2015 18:31

মিলন প্রত্যাশী

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                মিলন প্রত্যাশী
কে এম আলাউদ্দীন


বন্ধু আমার
বিরহে কাঁদে প্রাণ।

বিচ্ছিন্ন আমি
বুকের শান্ত পথে
বাজে প্রান্তের গান।


গতির সীমা
থেমে হলো যে শেষ।

দেখার আশা
নতুন সুরে প্রাণে
রাখে আপন রেশ।


সাধন পথে
পাবোনা তাই, তুমি----

ভিন্ন নিয়মে
নিলে আপন করে
তোমার দেয়া ভূমি।

(৩টি তানকা)
‪#‎বরিশাল‬, ০৯০৪১৫
2393 বার পড়া হয়েছে
শেয়ার করুন
কে এম আলাউদ্দীন

কে এম আলাউদ্দিন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার অম্বিকাপুর গ্রামে পহেলা মে ১৯৫৩ ইং সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল হামিদ মিয়া, মাতা মরহুমা রাবেয়া খাতুন। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি সকলের বড় । শৈশবকাল হইতেই তিনি লেখা প্রতি ঝোঁক ছিল। তিনি বরিশাল এপেক্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হতে ডি.এইস.এম.এস. ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ৫০ সহস্রতমিক পদ্ধতিতে হোমিওপ্যাথি চিকিৎসা করে আসছেন। সদা হাস্যোজ্জল ব্যক্তি তিনি। আলোর মুখোমুখি নামে তার একটি কবিতার বই ১৯৮৫ সনে প্রকাশিত হয়েছিল। বর্তমানেও তিনি নিয়মিত ভাবে লিখে চলেছেন, সাহিত্যের একজন সেবক হিসেবে এখনও তিনি সক্রিয়। তিনি বর্তমানে ৭৭৫, সদর রোড, শাকুর ম্যানসন (ক্যাপ্টেন নজিব উদ্দিন ক্লিনিক সংলগ্ন) বরিশাল শহরে বসবাস করছেন।

কে এম আলাউদ্দীন এর সর্বশেষ লেখা

681 মন্তব্য