এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 31 মার্চ 2015 13:52

অপরাজিত ভালবাসা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                

আমি যাকে ভালবাসি সমুদ্রের মতন

তার নাম দিলাম বন্যা।

ইচ্ছে ছিল তার নাম দিবো বৃষ্টি,

কারণ খরা- তৃষ্ণায় যন্ত্রনা কাতর পৃথিবীটাকে

বৃষ্টি যেমন তার পরশ সোধা দিয়ে শান্ত করে

ঠিক তেমনি বৃষ্টি

আমার যন্ত্রনা কাতর পৃথিবীটাকে

তার পরশ সোধা দিয়ে শান্ত করবে?

কিন্তু পরে দেখলাম ঠিক তার উল্টো

ভালবাসার আকাশ হতে বৃষ্টি নাম ধরে

আমার পৃথিবীতে সে আগুন হয়ে পড়ে

যন্ত্রনায় নীল করে দেয় সুখ সঙ্গম

স্বপ্নের সবুজ মাঠ বিবর্ণ করে দেয় সহসা

আমার অবুঝ পৃথিবী কাঁদতে থাকে অস্থিরতায়

তার পরও ভেবেছিলাম

বৃষ্টি আর মাটির সন্ধিক্ষনে

আমার তপ্ত আবেগটাকে ঈষ হালকা করে

ঠিক দিগন্তের মতন আকাশটাকে চুমে

নরম ঘাস হয়ে উবু হবো বৃষ্টির বুকে

কিন্তু পরিহাসের সৃষ্টিতে সে এখন বন্যা, বৃষ্টি নয়

তার সৃষ্টিতে এখন শুধু ভাঙ্গনের কান্না।

তবুও বৃষ্টির ভালবাসার আদি ঘাসফুলে আবৃত জীবন

গোধূলীর সীমারেখায় পা রাখে ক্লান্ত সুখে

আর জন্ম দেয় বিকলাঙ্গ ভালবাসার গ্রহনক্ষত্র।

তার পরও বৃষ্টি হতে সৃষ্ট বন্যার

পুরাতন ইতিহাস আঁকড়ে ধরে

আমৃত্যু টিকে থাকতে চায়

আমার অপরাজিত ভালবাসা

1229 বার পড়া হয়েছে
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

6 মন্তব্য