এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 06 জানুয়ারী 2023 04:43

পবিত্র জুম্মা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                পবিত্র জুম্মা

আজ পবিত্র জুম্মা, মহা পবিত্র দিন,
মহা বরকতময় দিন হিসাবে করো এক্বিন।
এমন দিনে যে অভাগা নামাজে না যায়, 
সে পাপী মহান আল্লাহর গোস্বায় পরে হায়।

চলো ভাই মসজিদে জুম্মায় শরিক হই,
বরকতময় ইবাদতে জলদি শামিল রই।
উত্তম পোষাক, সুগন্ধি ব্যবহার করা যে সুন্নত,
জুম্মার ফযিলত অর্জন করতে পারা বড়ই নেয়ামত।

জুম্মার নামাজ ত্যাগ করে কেহ দুর্ভাগা না হই,
জুম্মার মাধ্যমে আল্লাহর রহমতের নজরে রই।
আল হাদিসে আছে জুমার অশেষ ফযিলত,
জুম্মা আল্লাহর পক্ষ থেকে অসীম নেয়ামত।            
            
180 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 21 ফেব্রুয়ারী 2023 13:33
শেয়ার করুন
মোঃ ইনামুল হক ইমন

লেখক পরিচিতিঃ মোঃ ইনামুল হক ইমন জন্ম ২০০২ খ্রিস্টাব্দে পাবনা জেলার চাটমোহর থানার অন্তর্গত অমৃতকুন্ডা গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ খয়বর হোসেনের চতুর্থ সন্তানের মধ্যে তৃতীয় নম্বর সন্তান। মাতার নাম মোছাঃ শাহানাজ খাতুন। শৈশব থেকেই তিনি বাংলা সাহিত্যের প্রতি আত্ম মনোনিবেশ থাকতেন, বিভিন্ন পত্র পত্রিকায় তার লেখা কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়াও সে ছড়া,গল্প, কবিতা, উপন্যাস ও গান লিখেন। তার লেখায় প্রীতি ও শান্তির ছোয়া রয়েছে, সে সবাইকে মুগ্ধ করেছেন তার নান্দনিক লেখার মাধ্যমে। এছাড়াও অনলাইনে প্রকাশিত লেখা গুলো ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে ও পরিচিত লাভ করেছে। আমরা তার সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

মোঃ ইনামুল হক ইমন এর সর্বশেষ লেখা