এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 28 জুলাই 2022 11:40

তড়িৎ মূল্যায়ন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                তড়িৎ মূল্যায়ন

মৃতেরা সব হাওয়ার ভারে 
ফিরে এসে ঘোরাঘুরি করে 
আশেপাশে আনাচে-কানাচে।
নিজের কানে শুনে বড়ো খবর,
কে তবে ভাত পেড়ে খেয়েছে?
অথবা কেউ কি পাত ছেড়ে উঠে গেছে?

মুখ ভেজা জোর কান্না সাচ্চা
মুখে মুখে কখন যে শুরু শিল্পচর্চা, 
ভীত মৃত; আনাগোনায় করে ঠাহর,
আত্মায় গোনে নির্ধারিত প্রহর।

সম্পর্কের উঠা-নামা সব 
শেষে কোন কোন ধাপে পৌঁছে
তা শব্দের ভারে ঘুরপাক খেয়ে
এখনি মেপে মেপে দেখছে?            
            
574 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 01 নভেম্বর 2022 08:06
শেয়ার করুন
সেখ কামারুল ইসলাম

পশ্চিমবঙ্গের হাওড়ার হাটুড়িয়া গ্রামের অধিবাসী । মূলতঃ প্রবন্ধ লিখলেও মাঝে মধ্যে ছোট গল্প-কবিতা লেখেন । টেলিকম টেকনোলজিতে স্নাতকোত্তর সেখ কামারুল ইসলাম বর্তমানে লোকো পাইলট হিসেবে ভারতীয় রেলওয়েতে কর্মরত । সমাজসেবার নানান কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে সাহিত্য সেবাও করে চলেছেন ।

সেখ কামারুল ইসলাম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

36 মন্তব্য