এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 25 জুলাই 2022 18:40

কুঁড়ে ঘরে চাঁদের আলো

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                কুঁড়েঘরে চাঁদের আলো
সেখ মইদুল আলি

মাঠের মাঝে আমার,
 ছোট্ট কুঁড়ে ঘরটি।
 নিশি রাতে তারায়,
 ভরা অনুপম অম্বরটি।
  চাঁদের আলো চাল,
 দিয়ে মুখে পরে।
 গগনের এমন শোভা,
 কেবা উপভোগ করে।
 পেঁচার করুন স্বরে,
 মুছে  প্রকৃতির রূপ।
 শেয়াল ডাকে কালো বিধু,
 চারিদিক নিশ্চুপ।
 এমন কেন হল,
 বাইরে খুঁজি জোৎস্নায়।
 বেল জুই রজনীগন্ধার,
 সুগন্ধ চার পাশে ছড়ায়।            
            
500 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সেখ মইদুল আলি

একই ধরনের লেখা

5 মন্তব্য