এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 27 মে 2022 20:22

মা যে আমার স্বর্গ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                মা আমার স্বর্গ

পৃষ্ঠদেশে ছিলাম বাবার
মায়ের গর্ভে এলাম আবার
   দশটি মাসের তরে,
মায়ের রক্ত মাংশ খেয়ে 
শত কষ্ট মা যে পেয়ে 
   আনলো ধরার পরে।

কচি মুখে দুগ্ধ দিয়ে 
একটু কাঁদলে কোলে নিয়ে 
  করতো আমায় আদর,
নরম হাতের আঙুল ধরে
হাঁটতে শেখায় এমনি করে
  মা যে আসল চাদর।

অ আ আলিফ মায়ের মুখে 
পড়তাম আমি মনের সুখে
  মা ছিল সব মূলে,
মমতার ওই হাতের ছোঁয়া 
করতো আমায় হাজার দোয়া 
  দু'টি হাত যে তুলে।

কর্মে এলে মায়ে বলে
বিদায় জানায় চোখের জলে
  নামাজ বাবা পড়ো,
শিরক্ থেকে দূরে থেকো
সকল সময় রবকে ডেকো
  হবে অনেক বড়।

মায়ের থেকে দূরে থাকি
মায়ের স্মরণ মনে রাখি
  মাকে ভালোবাসি,
মায়ের কদম সদাই চুমি
মা যে আমার জান্নাত ভুমি
  খুশির বানে ভাসি।

যখন কঠিন বিপদ আসে
মায়ের ছবি চোখে ভাসে
  মায়ের ছবি আঁকি,
স্মরণ হলে মায়ের কথা
জাপটে বসে বুকের ব্যাথা
  মা মা বলে ডাকি।

জ্বর আসলে যে আমার গায়ে 
কত অস্থির হতেন মায়ে
  যেতেন খাওয়া ভুলে, 
ঔষধপথ্য খাইয়ে দিয়ে 
থাকতো আমায় বুকে নিয়ে 
  রাখতো দুলে দুলে।

মা আছে যে দূরে প্রভু
কষ্ট যেন পায় না কভু
  সুখে রাখো মর্তে,
মাকে রেখে আমায় নিও
হাজার বছর হায়াত দিও
  মোর জীবনের শর্তে।            
            
396 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 31 মে 2022 10:19
শেয়ার করুন
মোঃ মিজানুর রহমান

মোঃ মিজানুর রহমান যশোর জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামে ০১-০১-১৯৮২ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আবুল হোসেন ও মমতাময়ী মা মোছাঃ আসুরা বেগম ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি রংপুর বিশ্ববিদ্যালয় হতে বি.এস.এস. এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা হতে লেখালেখির উপর প্রবল ঝোঁক। তাঁর প্রাকাশিত যৌথ কাব্যগ্রন্থের মধ্যে "কাব্য রসের হাঁড়ি", "বিদ্রোহী কন্যা", "মিষ্টি প্রেমের ছোঁয়া " বাংলা ও বাঙালি "আলোর যাত্রী"। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন হতে বহু সম্মাননা সনদ অর্জন করে খ্যাতি অর্জন করেছেন। লেখার জগতে তিনি আরও ভালো ভালো কবিতা উপহার দেবেন এটাই আমাদের প্রত্যাশা। তাঁর সফলতা ও উন্নতি কামনা করি।

মোঃ মিজানুর রহমান এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা