এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 31 জানুয়ারী 2022 00:10

অন্তরাল নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                অন্তরাল

রাতের আকাশে চাঁদ উঠেছে সবাই দেখি!
কখনও কেউ কি মোদের ঝুঁকে দেখেছি কি
কি যে বিষম ঘুর্ণিপাকে ঘুরছে চাঁদ সে কি!

ফুলের সুরভীতে সবাই মোরা মাতোয়ারা।
বীজের যত্নে কি যে তার অপেক্ষা আর আশা।
অলির খোঁজে দেখেছো কতই তার হুতাশা?

ভ্রমর-পাখা মনকে মোদের মাতিয়ে রাখে।
কেউ কি মোরা ভেবে দেখি, শুঁয়োপোকার রূপে 
কষ্ট কি যে সহে সে, একলা তার এতেকাফে।

শহীদ স্মরণে সবে মোরা ফুল দিই ছুঁড়ে।
একটু পরেই দেখে কেউ কি মোদের ঘুরে, 
ছড়ানো সেই ফুল ছাগলে খায় কুরে কুরে।


আলো ভালো সবাই কল্পনাতে তারেই চাই।
সব ভুলে যে কেমন করে মোরা লব্ধি পাই,
আলো-শিখার পোড়া, চোখ এড়িয়ে চলে যাই?            
            
520 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 27 ফেব্রুয়ারী 2022 11:14
শেয়ার করুন
সেখ কামারুল ইসলাম

পশ্চিমবঙ্গের হাওড়ার হাটুড়িয়া গ্রামের অধিবাসী । মূলতঃ প্রবন্ধ লিখলেও মাঝে মধ্যে ছোট গল্প-কবিতা লেখেন । টেলিকম টেকনোলজিতে স্নাতকোত্তর সেখ কামারুল ইসলাম বর্তমানে লোকো পাইলট হিসেবে ভারতীয় রেলওয়েতে কর্মরত । সমাজসেবার নানান কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে সাহিত্য সেবাও করে চলেছেন ।

সেখ কামারুল ইসলাম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

1 মন্তব্য