এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 08 ডিসেম্বর 2021 16:11

স্বপ্ন দুয়ার নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                স্বপ্ন দুয়ার 

হে বন্ধু, 
বদ্ধ দুয়ার খুলে গেল মোর
এ কোন রবির পরশে, চেয়ে 
দেহ-প্রাণ-মন পুলকি উঠে 
এ কোন অচিন হরষে।

কর্পূর সম উড়িছে আমার
বুকের জমাট কষ্ট, 
এ কোন আকাশ খুলিলে তুমি
আমায় দেখি স্পষ্ট। 

স্পর্শে তোমার হরষে আকাশ 
উথলে উঠে প্রাণের জোয়ার, 
বাঁধার পাহাড় ডিঙিয়ে আজি
খুললো বুঝি স্বপ্ন দুয়ার। 

হাত বাড়িয়ে একটু আলোর 
স্পর্শ খুঁজে পাই,
মন বাড়িয়ে দুঃখ পেলেও
স্বপ্ন বুনে যাই।            
            
487 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 08 ডিসেম্বর 2021 16:17
শেয়ার করুন
রহিমা আক্তার লিলি

রহিমা আক্তার লিলি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার তাতারদী গ্রামে ১২ নভেম্বর ১৯৭৭ সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ তরেন। তাঁর পিতা মোঃ আব্দুর রহমান একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মাতা মোছাঃ আম্বিয়া রহমান। তিনি তিন ভাই ও চার বোনের মধ্যে সকলের বড়। তাঁর স্বামী মোঃ মিজানুর রহমান তিনি পেশায় একজন তড়িৎ প্রকৌশলী। দাম্পত্য জীবনে তিনি এক মন্তানের জননী নাম মারসাদ সাফওয়ান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন তবে বর্তমানে একজন আদর্শ গৃহিণী। বই পড়ার পাশাপাশি লেখালেখির সাথে সম্পৃক্ত হন।

রহিমা আক্তার লিলি এর সর্বশেষ লেখা

2 মন্তব্য