এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 12 সেপ্টেম্বর 2020 00:44

ক্ষয়ে যায় হৃদয় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ক্ষয়ে যায় হৃদয়

এখানে এখন নিঃশব্দে হারিয়ে যায়
নির্ঝরের স্বপ্ন দানা
দাবদাহে পোড়া বনের বৃক্ষের মতো 
ভাঙ্গে নিয়মের ডালপালা, 
ভাঙ্গে নদী, ভাঙ্গে বুক,ভাঙ্গে শব্দের ঘরবসতি-
বেশুমার মৌবনে জারজ মোনাফার হল্লা 
পুস্পের শরীর জুড়ে জোচ্চোরের কামড় 
দীঘল কারু বনে খেলে যায় অমাবস্যার ঢেউ। 

অধরা স্বপ্ন বন্দরের পিয়াসি প্রতিক্ষায় 
গুন টেনে চলি বিষাদ মণ্ডিত সোনার নাউ
বুকের চিতায় জ্বলে আর জ্বলে 
বেদনার চন্দন-

দেখতে পাই নি স্নিগ্ধ রাত, 
শুভ্র সকাল.. অথচ 
শেষ বিকেলের আলোছায়ায় 
থেমে যায় প্রণয়ের সিম্ফনী
তেপান্তরের মাঠ পেরিয়ে হারিয়ে যায় 
অগম্য বোধের আড়ালে। 

রৌদ্র মেঘের কানামাছি খেলাচলে 
হৃদয় প্রান্তরে 
একটি দু'টি করে ক্ষয়ে যায় 
স্বপ্নের সব পাথর 
ঝরে যায় ভালোবাসার গাঁথুনি 
আকাঙ্খার আস্তর! 

অন্ধকার ডোমের ঘরে পরে থাকে লাশেরা।
[]____π[]π____π[]π____[] 
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°            
            
476 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 12 সেপ্টেম্বর 2020 12:43
শেয়ার করুন
হাসান সেলিম

হাসান সেলিম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৪ সালে ১ জুলাই জন্ম গ্রহন করেন। পিতা মরহুম বাবর আলী মোল্লা, মাতা মরহুমা আনোয়ারা বেগম।চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি সকলের বড়। শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা, শ্রীপুর হাইস্কুল থেকে ১৯৭৯ সনে এস.এস.সি. পাস এবং ১৯৮১সনে শ্রীপুর কলেজ হতে এইচ.এস.সি. পাশ করেন। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৫ সালে ইতিহাস বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রী লাভ করেন।অতপর ১৯৮৬ সালে একই বিশ্ববিদ্যালয় হতে এম এ ডিগ্রী লাভ করেন। তিনি বর্তমানে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে ইতিহাস বিষয়ে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। প্রকাশিত কাব্যগ্রন্হ "জেগে থাকে নীল পাথর"।এছাড়াও "শ্রীপুরের ইতিহাস ও কৃষ্টি "গ্রন্হটি যৌথ ভাবে রচনা করেন।

হাসান সেলিম এর সর্বশেষ লেখা

1 মন্তব্য