এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 27 মে 2016 09:47

দেয়াল

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                হৃদয় দেয়ালের ওপাশে বসে আছে একজন 
পুরাতন সুখের আয়েশি অনুভবে 
নির্ঘুম রাত্রির বুকে অনুরাগের দেয়াল ধরে
প্রতীক্ষার ডালিতে ভালবাসা সাজিয়ে 

সময়ের সাথে প্রতীক্ষার পুঞ্জিভূত দাবানল
এক সময় ছড়িয়ে পড়ে রক্ত শহরে
শুরু হয় মৃত আঁধারের চিৎকার 
বিশুদ্ধ স্বপ্ন ক্রমশই হতে থাকে মুমূর্ষু। 

আস্তে আস্তে দু চোখের জমিন ফেটে 
বইতে থাকে শিশির  ভেজা স্রোত 
এক সময় উন্মাদ শহরটা শান্ত হয় চাপা অভিমানে
তারপর ঘুমিয়ে পড়ে ঝাপসা নিয়নবাতির কুলে।

আমি তখন নীরব পৃথিবীর সহযাত্রী হয়ে
বাতাসের আর্কাইভে খুঁজি ভালবাসার গন্ধ।
নিজস্ব মানচিত্রের পাষাণ পুরীটা ধ্বংস করে
জীবনের হিসাব মিলাতে চাই অন্য রকম ভূমিকায়।

তারপর জ্যোৎস্নার আর্তনাদে ভোর হয় 
জেগে উঠে ঘুমন্ত শহর নিভে যায় নিয়ন বাতি
শুধু আমি একা ঘুমিয়ে পড়ি দেয়ালের এপাশে
কিন্তু ওপাশের মানুষটা আবার জেগে উঠে
নতুন স্বপ্ন লয়ে
একটু পুরাতন ভালবাসা পাওয়ার জন্য।            
            
1047 বার পড়া হয়েছে
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

2 মন্তব্য