এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 06 ফেব্রুয়ারী 2016 00:07

ভালোবাসার মূল্য কতো

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                .
ভালোবাসার মূল্য কতো 
এমদাদ শুভ্র
.
যদি 
পয়সা দিয়ে আনতে হতো কিনে 
বাজার থেকে ভিড় ঠেলে তা চিনে 
ফুরিয়ে যাবার থাকতো যদি ভয় 
ভেজাল হবার সামান্য সংশয় 
আর যদি তা হতো ‘অক্সিজেন’ 
বাঁচার জন্য আপনি কী করতেন? 
.
যদি
বিন্দু ‍বিন্দু হতো বেচাকেনা 
নগদ টাকায় চলতো লেনাদেনা 
এই ফুরালো! ফুরিয়ে গেলোর ভয় 
কী আশংকা! ভয়ানক সংশয়! 
আর যদি তা হতো ‘পানি-জল’ 
কেমন হতো বলেন বাহুবল? 
.
যদি
কণায় কণায় টুকরো টুকরো মাপে 
কিনতে হতো নিত্য ধাপে ধাপে 
পায়ের তলায়, চলতি পথে, ঘরে 
মাঠের, ঘাটের জন্য চড়া দরে 
কিনতে হতো পয়সা দিয়ে ‘মাটি’ 
কী যোগাতেন শক্তি নাকি লাঠি? 
.
আর
টিকিটে যদি দেখতে হতো ফুল 
আকাশ, পাহাড় ও সাগর-নদীর কুল 
পয়সা জোগাড় করতে হতো হেঁটে 
ঘাম ঝরিয়ে রোদে পুড়ে খেটে 
কোন্ চেহারা থাকতো আহা এমন! 
আপনি বলেন- জীবন হতো কেমন? 
.
যদি’টুকু নেই বলে কি মূল্যবিহীন সব 
ভালোবাসার মূল্য কতো করেন অনুভব। 
.
অফিস, 7/8/2015 2:44:33 PM
...            
            
1141 বার পড়া হয়েছে
শেয়ার করুন
এমদাদ শুভ্র

কবিতা হোক সুন্দর!

এমদাদ শুভ্র এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

2 মন্তব্য