এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 04 ফেব্রুয়ারী 2016 20:32

মাঝরাতে কিংবা শেষরাতে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                মাঝরাতে কিংবা শেষরাতে
....................সুজন হোসাইন
.
মাঝরাতে কিংবা শেষরাতে
........শিশিরের শব্দে
ঘুম ভেঘে গেলে পৃথিবীর 'পরে
........খোলে আকাশে
ফুটফুটে জোছনার হলুদ বিছানায়
.........তোমাকে দেখি ।
কার্তিক কিংবা অঘ্রাণ,ঢের যুগ আগে
.........ঐ মেঠো চাঁদ,
শসাফুল কিংবা শিশিরের হিম জল,
.........শস্যের ক্ষেতে
হলুদ পাতারা ঝরে পড়ে রোজ রোজ
.........ফসলের ঘ্রাণে
ঘুম আর ঘুমন্তের পারাপারে চেয়ে ।
.........এই নদী কিংবা
ঐ দূরের পাহাড়,অথবা উত্তাল সাগর,
..........বাঁশপাতা কিংবা
আকাশের তারা শুধু তোমায় দেখে
..........রোজ জেগে থাকে ।
.
02/02/16            
            
1530 বার পড়া হয়েছে
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

3 মন্তব্য