এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 18 ফেব্রুয়ারী 2015 23:49

আমারি চোখে ফেব্রুয়ারি

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                ফেব্রুয়ারি তুমি ১৫ কোটি মানুষের চোখে 
আমি ও তাদের একজন ।
তোমাকে স্মরণ করি মোরা শ্রদ্ধার সাথে
গাই এক সাথে গান ।
তোমাকে কি মোরা ভুলতে পারি?
তুমি আমার চোখে হয়ে আছ মহান।
তোমার বুকে লেগে আছে রক্তের দাগ
মাঝে মাঝে শোনা যায় বাংলা মায়ের সন্তানদের ডাক,
যারা করেছে তোমায় মহান।
ফেব্রুয়ারি তোমারই জন্য অপেক্ষা করছে
কত বাংলার সন্তান হৃদয়ের শুরে শোনাতে তাদের গীতি,
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১ শে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।
আমারই চোখে তুমি নওকো কোন মাস
তোমারি মাঝে আছে বাংলার পুরনো ইতিহাস।
তাই নত করি আমার শির তোমাদের
চরণে হে-ফেব্রুয়ারি।
ফেব্রুয়ারি তুমি ফিরে এসেছ ঘুরে একটি বছর
বলো কি দিয়ে করি তোমার কদর?
ফেব্রুয়ারি তুমি তো কারো নয়
তুমি তো আছ মিশে হয়ে ১৫ কোটি স্বাধীন বাঙ্গালি ।
1279 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 19 ফেব্রুয়ারী 2015 00:51
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

6 মন্তব্য